ইন্দোনেশিয়ায় পোষা কুমিরের হামলায় প্রাণ গেল নারী বিজ্ঞানীর

  19-01-2019 06:01PM

পিএনএস ডেস্ক : নিজের পোষা কুমিরের হামলায় প্রাণ হারালেন ইন্দোনেশিয়ার এক নারী বিজ্ঞানী। দেশটির সুলাওসি দ্বীপের মিনাহাসায় একটি ফার্মের গবেষণাগারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওই নারী। তার বয়স হয়েছিল ৪৪ বছর।

স্থানীয় সময় গতকাল বুধবার (১৬ জানুয়ারি) দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণামাধ্যমে এ খবর জানানো হয়েছে।

জানা যায়, শখ করে ওই নারী বিজ্ঞানী বিশালাকার একটি কুমির পোষতেন। মেরি নামের ওই কুমিরটি চার ফুট চার মিটার লম্বা ছিল।

নিহতের এক সহকর্মী হেন্ড্রিক রুডেনগান ঘটনার পর দিন সকালে তার মরদেহ খুঁজে পান। তিনি জানিয়েছেন, কুমিরটি ওই নারী বিজ্ঞানীর একটি হাত খেয়ে ফেলেছে। আর তার পাকস্থলির অধিকাংশ পাওয়া যায়নি। শরীরের নিখোঁজ অংশগুলো কুমিরের পেটে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু কেমন করে এমন দুর্ঘটনা ঘটলো। এ বিষয়ে স্থানীয় পুলিশ বলছে, হয়তো ওই নারী কুমিরের খাঁচার ভেতর পড়ে গিয়েছিলেন। আর তাতেই এমন মর্মান্তিত ঘটনা ঘটেছে।

এদিকে ঘটনার পর কুমিরটিকে ওই খাঁচা থেকে একটি বন্যপ্রাণী সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়েছে তার পেট পরীক্ষা করার জন্য।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন