ভারতে মুসলিম নেতাকে গুলি করে হত্যা

  26-03-2019 12:27PM


পিএনএস ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বহুজন সমাজ পার্টির (বিএসপি) এক মুসলিম নেতা নিহত হয়েছেন।

পুলিশ জানায়, গাজিয়াবাদের লোনি অঞ্চলে গতকাল সোমবার বিএসপি নেতা শাব্বির হোসাইন জাইদি সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে নিহত হনে। সাবেক পুলিশ কর্মকর্তা শাব্বির সকালে উত্তরাঞ্চল আবাসিক কলোনিতে হাঁটছিলেন। কিছুক্ষণ হাটার পর তিনি আগে থেকেই সেখানে ওৎ পেতে থাকা বন্দুকধারীদের গুলির শিকার হন। তারা তাকে লক্ষ্য করে বেশ কয়েকবার গুলি করে। পরে তাকে দিল্লির জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

শাব্বির আহমদ আগে উত্তর প্রদেশের পুলিশ বিভাগে সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু দলে যোগ দিতে চাকরি থেকে স্বেচ্ছা অবসর নেন।

পুলিশের ধারণা, সম্পত্তি বিবাদের কারণেই শাব্বির হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। লোনি বর্ডারের এসএইচও শৈলেন্দ্র প্রতাপ সিং এ হত্যাকাণ্ড সম্পর্কে বলেন, আপাতত ধারণা করা হচ্ছে এ হত্যাকাণ্ডের সাথে সম্পত্তির বিষয় জড়িয়ে আছে। শাব্বির আগে থেকেই একটি সম্পত্তি বিক্রয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন