‘গরু হৃদযন্ত্রকে ফুলের মতো কোমল রাখে’

  08-12-2019 07:00PM

পিএনএস ডেস্ক : বিতর্কিত মন্তব্যের জন্য বহুল পরিচিত ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত আবার হাস্যরসের জন্ম দিয়েছেন। বলেছেন, গুরুর সেবা করলে মানুষের হৃদযন্ত্র ফুলের মতো পবিত্র থাকে।

গো-বিজ্ঞান সংশোধন সংস্থার আয়োজনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রবিবার ভাষণ দিচ্ছিলেন আরএসএসের সরসঙ্ঘচালক। তিনি বলেন, ‘জেলে গোশালা বানানোর পর দেখা গেল, গরুদের সেবা, পরিচর্যা করতে করতে বন্দিদের অপরাধী মানসিকতা কমে যাচ্ছে। তাদের মধ্যে সবাইকে ভালোবাসার অনুভূতি জন্মাচ্ছে বা তা বাড়ছে। এটা কথার কথা নয়। জেল কর্তৃপক্ষ তাদের এই অভিজ্ঞতার কথা আমাকে জানিয়েছেন।’

সম্প্রতি বিজ্ঞানের গবেষণায় বলা হয়েছে কাউকে সেবা করলে নিজেও বেশি সুস্থ থাকা যায়। বাড়িতে কুকুর, বেড়াল থাকলে সেগুলো মানুষকে আনন্দে রাখে বলেও মন্তব্য করা হয় ওই গবেষণায়। তবে সেই গবেষণায় গরুর কথা আলাদাভাবে বলা হয়নি।

ওই গবেষণার আদলে ভাগবত বলেন, ‘গরু আমাদের নানা রোগের হাত থেকে বাঁচায়। আমাদের হৃদযন্ত্রকে ফুলের মতো কোমল, পবিত্র রাখে।’

ভাগবতের পরামর্শ, গো-রক্ষায় সমাজের সব অংশের মানুষকেই এগিয়ে আসতে হবে। গো-রক্ষার প্রয়োজন কতটা তা বিজ্ঞানসম্মত উপায়েই সকলকে বোঝাতে হবে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন