নিউজিল্যান্ডে আগ্নেয়গিরিতে মৃত্যু ৫

  10-12-2019 08:25AM


পিএনএস ডেস্ক: পর্যটকদের সামনেই হঠাৎ দেখা দিলো নিউজিল্যান্ডের আগ্নেয়গিরি। পর্যটকে ভরা ছোট্ট দ্বীপ হোয়াইট আইল্যান্ডে অগ্নুত্পাতের ফলে বহু মানুষ নিখোঁজ হয়েছে। এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আহত বেশ কয়েকজন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন জানিয়েছেন, সোমবার যখন আগ্নেয়গিরি হয়, তখন প্রায় শতাধিক পর্যটক হোয়াইট আইল্যান্ডে ও তার আশপাশেই ছিলেন।

নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে প্রায় ৫০ কিমি দূরে অবস্থিত এই হোয়াইট আইল্যান্ড। আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা ছিলই। তারপরেও কেন এত বিপুল পরিমাণে পর্যটককে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আগ্নেয়গিরি হওয়ার পর আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। সেই ছবি ধরা পড়েছে পর্যটকদের ক্যামেরায়।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন