করোনাভাইরাস ঠেকাতে ইতালির ১২ শহর কোয়ারেন্টাইনে

  23-02-2020 03:14PM


পিএনএস ডেস্ক: করোনভাইরাসের (কোভিড-১৯) ক্রমবর্ধমান হুমকির মুখে রোগটি ছড়িয়ে পড়া রোধে ইতালির ১২টি শহরে বিশেষ সতর্কতা নিয়েছে সে দেশের সরকার। সংশ্লিষ্টরা বলছেন, কার্যত শহরগুলোকেই ‘কোয়ারেন্টাইন’ করে রাখা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত করোনাভাইরাসে ইতালিতে এ পর্যন্ত ৭৯ জন আক্রান্ত এবং দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

করোনার বিস্তার ঠেকাতে ইতালির উত্তরে লোম্বারডি ও ভেনেতে অঞ্চলের ১২টি শহরের লোকজনকে কোয়ারেনটাইনে রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী। ইতালির প্রধানমন্ত্রী জিউসেপে কন্তে এ বিষয়ে জরুরি পরিকল্পনা ঘোষণা করেছেন শনিবার রাতে।

কন্তে বলেছেন, ভাইরাস আক্রান্ত এলাকার লোকজন বিশেষ অনুমতি ছাড়া বের হতে পারবেন না। অন্য এলাকার লোকজনও অনুমতি ছাড়া সেসব স্থানে প্রবেশ করতে পারবেন না কর্তৃপক্ষের অনুমতি ছাড়া। এমনকি ওইসব এলাকায় সব স্কুল ও খেলাধুলা বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনা ঠেকাতে শহরগুলোর প্রায় ৫০ হাজার লোককে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সারা বিশ্বে ক্রমে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। চীনে রোগটি প্রথম অবস্থায় ছড়ালেও এখন চীনের বাইরে অন্তত দেড় হাজার করোনাভাইরাস আক্রান্তে সন্ধান পাওয়া গেছে। এতে চীন ছাড়াও বিশ্বের অন্তত ২৮টি দেশে করোনাভাইরাস পৌঁছেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন