হংকং-এ যে স্পর্শকাতর অস্ত্র বিক্রি বন্ধ করবে যুক্তরাষ্ট্র!

  30-06-2020 05:49PM

পিএনএস ডেস্ক: হংকংয়ের কাছে যুক্তরাষ্ট্র স্পর্শকাতর অস্ত্র বিক্রি করা বন্ধ করে দেবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। হংকংকে এখন আর চীন থেকে বিচ্ছিন্ন মনে করে না যুক্তরাষ্ট্র। তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, বেইজিং যেহেতু জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হংকংয়ের কাছে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামাদি বিক্রির আর কোনো কোনো সুযোগ নেই। চীনের কাছে যেসব অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আছে হংকংয়ের ওপরেও এখন থেকে একই নীতি অনুসরণ করবে যুক্তরাষ্ট্র। তাই আজ থেকেই হংকংয়ের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়া হবে।

মাইক পম্পেও চীনের কমিউনিস্ট পার্টির কথা উল্লেখ করে বলেন, আমরা কোনোভাবেই এই সরঞ্জামাদিগুলো পিপলস লিবারেশন আর্মির হাতে পড়ার ঝুঁকি নিতে পারিনা। হংকংয়ের কাছ থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অস্ত্র ও প্রযুক্তি চীনের কাছে চলে যাক সেই ঝুঁকি নিতে চাই না আমরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন