ভারতে মেয়েদের বিয়ের বয়স ২১ করার সুপারিশ

  15-01-2021 10:14PM

পিএনএস ডেস্ক : ভারতে ১৮ বছরের নীচে মেয়েদের বিয়ে কিংবা সন্তান প্রসব নিয়ে নানা সমস্যা কথা শোনা যায়। এতে নারীদের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে। তাই বয়সের নিম্নসীমা পুনর্বিবেচনার জন্য উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এ বিষয়ে গত বছর একটি টাস্ট ফোর্স গঠন করেছিল দেশটির কেন্দ্র সরকার।

জানা গেছে, বিশেষ এই কমিটি সুপারিশ করেছে মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হোক। ‘দ্য প্রিন্ট’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানানো হয়েছে। গত বছর লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে মোদি ইঙ্গিত দিয়েছিলেন যে, বদল করা হতে পারে আইন অনুযায়ী মেয়েদের বিয়ে ন্যূনতম বয়স।

তারপরেই এই বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি জানিয়েছে, মেয়েদের প্রথম সন্তান ধারণের ন্যূনতম বয়স হবে ২১ বছর। এছাড়া ভারতে নারী নির্যাতন বিষয়ে বিচারমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণের পরিবর্তে প্রাপ্তঃবয়স্ক বিষয়ক শিক্ষার দিকে মনোনিবেশ করা উচিত বলেও মনে করে টাস্ট ফোর্স কমিটি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন