বাংলায় টুইট করলেন মোদি

  23-01-2021 12:13PM


পিএনএস ডেস্ক: আজ ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে পরাক্রম দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এ দিনই কলকাতায় যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কলকাতায় যাওয়ার আগেই ইংরেজির পাশাপাশি বাংলাতেও টুইট করেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে টুইটারে মোদি লেখেন, ‘পশ্চিমবঙ্গের প্রিয় ভাই ও বোনেরা, পরাক্রম দিবসের এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব।’

অন্যদিকে আজ সকালেই টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নেতাজি স্মরণে রাজারহাটে একটি সৌধ গড়বে রাজ্য সরকার। পাশাপাশি নেতাজির নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন