রমজানে রাতে ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা ব্রিটেনের

  27-02-2021 01:24PM


পিএনএস ডেস্ক: আসন্ন রমজানে রাতে মহামারী করোনাভাইরাসের টিকা প্রদানের পরিকল্পনা করছে ব্রিটেন। গতকাল শুক্রবার ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ এ খবর প্রকাশ করেছে।

ব্রিটেনে কভিড-১৯ এর সংক্রমণের দ্বিতীয় ধাপে এশীয় সম্প্রদায় বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানিদের মধ্যে মৃত্যুর হার সর্বোচ্চ। করোনার টিকা প্রদান অব্যাহত রাখার মাধ্যমে মৃত্যুহার কমিয়ে আনতে চায় ব্রিটেন।

চাঁদ দেখা সাপেক্ষে ব্রিটেনে আগামী ১২ এপ্রিল রমজান শুরু হওয়ার কথা রয়েছে। রমজানের সময় রাতে টিকা প্রদানের বিষয়টিকে স্বাগত জানিয়েছে ব্রিটেনের মুসলিম সম্প্রদায়।খবর ডেইলি টেলিগ্রাফের

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন