উত্তাল মিয়ানমার: নিজেদের তৈরি ঢাল নিয়ে পুলিশের সামনে বিক্ষোভকারীরা

  03-03-2021 12:57PM


পিএনএস ডেস্ক: সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে মিয়ানমারজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভকারীদের ওপর গুলি করেছে পুলিশ। এমন পরিস্থিতিতে পুলিশের গুলি থেকে রক্ষা পেতে নিজেদের বানানো ঢাল নিয়ে পথে নামছেন বিক্ষোভকারীরা।

মঙ্গলবার ইয়াঙ্গুনের বিভিন্ন এলাকায় হেলমেট ও ঘরে বানানো ঢাল নিয়ে পথে নামেন শতাধিক আন্দোলনকারী। তবে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়।

ইয়াঙ্গুনের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।

এখন পর্যন্ত মিয়ানমারে পুলিশের গুলিতে ১৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন