জি-২০ থেকে পাকিস্তানের ১ বিলিয়ন ডলার ত্রাণ পাওয়ার আশা

  15-04-2021 08:07PM

পিএনএস ডেস্ক : অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, জি-২০ থেকে প্রায় ১ বিলিয়ন ডলার ত্রাণ পাওয়ার আশা করছে পাকিস্তান।

জি-২০ অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা সম্প্রতি ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ঋণসেবা স্থগিতকরণের উদ্যোগের মাধ্যমে ৬ মাসের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে, যাতে উন্নয়নশীল দেশগুলো করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় কঠিন পরিস্থিতিতে না পড়ে।

কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী খুসরো বখতিয়ার বলেন, এই উদ্যোগ করোনা মহামারির আর্থ-সামাজিক প্রভাব হ্রাস করতে এবং দেশের জরুরি অর্থনৈতিক চাহিদা মেটাতে সহায়তা করবে।

পাকিস্তানি কর্মকর্তারা ডিএসএসআই তৃতীয় পর্যায়ের অধীনে দ্বিপাক্ষিক পাওনাদারদের কাছ থেকে প্রায় ৯০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন ডলার ঋণ স্থগিতের সুযোগ সন্ধান করছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার পর তারা একটি আনুষ্ঠানিক অনুরোধ জমা দেবেন।

মহামারির বিরূপ প্রভাব মোকাবেলায় গত বছরের এপ্রিলে ঘোষণা করা জি-২০ ঋণ সহায়তার উদ্যোগের জন্য পাকিস্তানসহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলো যোগ্যতা অর্জন করেছিল। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী ঋণ পরিশোধ স্থগিতের উদ্যোগ পাকিস্তানকে প্রায় ৩.৫ বিলিয়ন ডলার ঋণ সাময়িক স্বস্তি দিয়েছে।

৬ বিলিয়ন ডলারের আইএমএফ ঋণ কর্মসূচি পুনরায় শুরু হওয়ার পর ৩০ মার্চ পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রায় ৫০০ মিলিয়ন ডলার পায়।


পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন