সৌদি আরবে তেল শোধনাগারের ওপর ইয়েমেনের ড্রোন হামলা

  16-04-2021 04:34AM

পিএনএস ডেস্ক : সৌদি আরবের সর্ববৃহৎ তেল স্থাপনা আরামকোর ওপর ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী।

বৃহস্পতিবার সকালে এক টুইটে হামলার তথ্য জানায় ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের আগ্রাসন জোরদার হওয়ার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

টুইটারে পোস্টে সারিয়ি বলেন, ইয়েমেনি বাহিনী সৌদি আরবের আরামকো তেল স্থাপনা এবং অন্যান্য স্পর্শকাতর লক্ষ্যবস্তুর উপর ১১টি ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায়। এছাড়া এই অভিযানে ইয়েমেনি বাহিনী দেশে তৈরি ড্রোন ব্যবহার করেছে।

সৌদি অপরাধের সর্বশেষ নজির হিসেবে সা’দা প্রদেশে সৌদি জঙ্গিবিমানের বোমা বর্ষণের কথা উল্লেখ করে জেনারেল সারিয়ি জানান, হামলায় সা’য়ির ও বাদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। এ হামলার পরে তেল স্থাপনায় ব্যাপকভাবে আগুন ধরে যায়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন