‘আয়রন ডোম ফিলিস্তিনিদের রকেট প্রতিহত করতে সক্ষম নয়’

  20-04-2021 09:19AM


পিএনএস ডেস্ক: ইসরায়েলের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ইয়োসি ল্যাঙ্গোটস্কি বলেছেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়ে কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ওপর ভরসা করা যায় না এবং ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে না।

ল্যাঙ্গোটস্কি ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক পত্রিকা মারিভকে রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগে যেসব যুদ্ধ হয়েছে তাতে প্রমাণিত হয়েছে যে, আয়রন ডোম মোটেই নির্ভরযোগ্য কোনও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নয়। সেসব যুদ্ধে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফিলিস্তিনিদের রকেট মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে।

কর্নেল ল্যাঙ্গোটস্কি বলেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং লেবাননের হিজবুল্লাহ যদি ভবিষ্যতে কোনও যুদ্ধ শুরু করে তখন তাদের ক্ষেপণাস্ত্রের সামান্য একটা অংশ প্রতিহত করতে সক্ষম হবে আয়রন ডোম। এই প্রেক্ষাপটে ভবিষ্যতের কোনও যুদ্ধে শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর নির্ভর করা ইসরায়েলের উচিত হবে না কারণ হামাস এবং হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কৌশলগত স্থাপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা সুস্পষ্ট করে বলেন, আয়রন ডোমের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প পাল্লার রকেটকে বাঁধা দিতে পারে না। একইভাবে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকেও আয়রন ডোম বাধা দিতে সক্ষম নয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন