চীনকে ঠেকাতে রাশিয়া থেকে ভয়ংকর ট্যাংক আনছে ভারত

  16-06-2021 09:34PM

পিএনএস ডেস্ক : চীনকে প্রতিরোধ করতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পাহাড়ি এলাকায় রাশিয়ার তৈরি স্প্রুট এসডিএম১ হালাক ট্যাংক বসানোর পরিকল্পনা করেছে ভারত। গ্রীষ্মের শেষ দিকে এর সিস্টেম পরীক্ষায় অংশ নিতে পারে দেশটি। এসব ট্যাংক ওজনে ১৮ টন। বলা হচ্ছে এ ট্যাংকটি উভচর। পানিতে ভাসমান অবস্থায় এটি গোলা ছুড়তে সক্ষম।

নির্মাণাধীন এই পণ্যের পরীক্ষা এখন পর্যন্ত কোনো দেশ প্রত্যক্ষ করেনি। এটির সঙ্গে টি-৯০ ট্যাংকের বন্দুকও থাকবে এবং একই পরিমাণ গোলা নিক্ষেপে সক্ষম হবে। ভাতর বর্তমানে টি-৯০ ও টি-৭২ ট্যাংক ব্যবহার করছে। এই ট্যাংকগুলোও রাশিয়ার তৈরি।

রাশিয়া স্প্রুট ট্যাংক ব্যবহার শুরু করেছে বলেই ব্যাপকভাবে মনে করা হচ্ছে। সূত্র জানিয়েছে, ট্যাংকটি এখন পরীক্ষাধীন ও নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। হালকা ট্যাংকের পরীক্ষায় রাশিয়ার অনুমোদনে ভারতকেও অন্তুর্ভুক্ত করা হচ্ছে।

২০২০ সালের আগস্টে রাশিয়া সফরে নিজেদের হালকা ট্যাংকের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিল ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তখনই রাশিয়ার পক্ষ থেকে স্প্রুট-এসডিএম১ হালকা ট্যাংকের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে।

সূত্র: দ্য প্রিন্ট।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন