জেনেভায় পুতিন-বাইডেন বৈঠক শুরু

  16-06-2021 10:35PM

পিএনএস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার বৈঠকটি চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ধারণা, বৈঠকটি চার ঘণ্টারও বেশি সময় ধরে চলতে পারে।

দ্য গার্ডিয়ান বলছে, বহুল প্রতিক্ষীত এ বৈঠকের জন্য গতকাল রাতে জেনেভায় পৌছেছেন বাইডেন। আজ স্থানীয় সময় দুপুর ১২টায় সেখানে পৌঁছান পুতিন। উভয়কেই স্বাগত জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাউ পারমেলিন।

বিবিসি জানিয়েছে, বৈঠকের জন্য বিমানবন্দর থেকে জেনেভার ভিলা লা ফ্রেঞ্জে সরাসরি চলে যান পুতিন। তারপরেই সেখানে উপস্থিত হন বাইডেন। বৈঠক শুরুর আগে বাইডেন ও পুতিনকে পাশে নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে পারমেলিন বলেন, আশা করছি এই বৈঠক ফলপ্রসু হবে। উভয় দেশেই এতে লাভবান হবে। জেনেভা পৃথিবীর শান্তির শহর। আশা করছি এখান থেকে বিশ্বশান্তির জন্য কিছু বের হয়ে আসবে।

সাংবাদিকরা বাইডেন ও পুতিন উভয়কে প্রশ্ন করার চেষ্টা করলেও কেউ উত্তর দেয়নি বলে জানা গেছে। শুধুমাত্র পুতিনকে বিশ্বাসের প্রশ্নে মাথা নাড়েন বাইডেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হবে। এসব গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে রয়েছে সাইবার হামলা, মানবাধিকার, ইউক্রেন, বেলারুশ প্রভৃতি প্রসঙ্গ। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে উভয় দেশের প্রেসিডেন্ট আলোচনা করবেন। তারা আলোচনা করবেন কৌশলগত স্থিতিশীলতার বিভিন্ন ইস্যু নিয়ে। বিভিন্ন আঞ্চলিক দ্বন্দ্ব-সংঘাত নিরসনের উপায় নিয়ে তারা কথা বলবেন। করোনা মহামারি মোকাবিলাসহ আন্তর্জাতিক সমস্যা নিয়ে তারা বৈঠকে আলাপ করবেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন