ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ২৭

  24-07-2021 09:17PM


পিএনএস ডেস্ক : ইকুয়েডরের দুটি কারাগারে দাঙ্গায় নিহত হয়েছেন ২৭ জন। ঘটনার জেরে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। শৃঙ্খলা ফেরাতে যত ধরণের ব্যবস্থা গ্রহণ প্রয়োজন তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট গিলার্মো ল্যাসো। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়েছে, গত বুধবার গুয়ায়াস এলাকার দুটি কারাগারে এই দাঙ্গা শুরু হয়। গত শুক্রবার এসএনএআই কারাগার কর্তৃপক্ষ তার ফেসবুক পেজে জানিয়েছে, অন্তত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আরও ৮ বন্দী নিহত হয়েছে গুয়ায়াস কারাগারে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ ২২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল।

এরমধ্যে ৮ জন ছিল পুলিশ কর্মকর্তা। পুলিশের এক কর্মকর্তা ধর্ষণের শিকার হয়েছিলেন বলেও জানানো হয়েছে। তবে রাতের বেলা মৃতের সংখ্যা বৃদ্ধি করা হয়। আহত হয়েছেন প্রায় ৬০ জন।

এদিকে কারাগার থেকে পালানো ৮৬ জনকে আবারও বন্দি করেছে এসএনএআই কর্তৃপক্ষ। এর পূর্বেও এই কারাগার দুটোতে ভয়াবহ দাঙ্গা হয়েছিল। ফেব্রুয়ারি মাসের ওই দাঙ্গায় নিহত হয়েছিলেন ৭৯ জন। ২০২০ সালেও দেশটিতে কারাগারের মধ্যে শতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন