বদলে গেল মোরগ লড়াইয়ের নিয়ম!

  05-12-2016 01:15PM

পিএনএস ডেস্ক: মোতির সঙ্গে লড়ছিল রঘু। ঝটাপট শব্দ, আশপাশ থেকে চিৎকার- ‘সাবাস বেটা, বহুত আচ্ছা, দে দনাদন।’ মাঝে মাঝে হাততালি, সিটি দর্শকদের। লড়াই শেষে রঘুকে কোলে তুলে নিয়ে দুপাক নেচে নিলেন এক যুবক। বাজিতে মোতির হার, রঘুর জিত। এই মন্দার বাজারে রঘুর জন্য ইনকাম একবস্তা চাল আর ৫ কেজি ডাল। বাড়তি পাওনা মোতির ডেডবডি।

মোদীর স্ট্রাইকে পাঁচশো-হাজারের নোট অচল কিন্তু থেমে নেই বাজি ধরে মোরগ লড়াইয়ের আসর। আর নোটবাতিলের কোনো প্রভাবই এখানে পড়েনি। কেননা, নগদের বদলে পুরস্কার চাল-ডাল। সঙ্গে ফাউ, হেরে যাওয়া প্রতিপক্ষের মোরগ।

ভারতের চিত্তরঞ্জন রেলস্টেশন পেরিয়ে বোদমা পাহাড়ের কাছে গোরইনালার মাঠ। সেখানেই বসে মোরগ লড়াইয়ের আসর। প্রতি হাটবারে অন্তত দুশো মোরগ নামে বধ্যভূমির এই আসরে। ঝাড়খণ্ড, আসানসোলের আদিবাসী সম্প্রদায় থেকে সাধারণ মানুষ ভিড় জমান এই মোরগ লড়াই দেখতে। মূলত শীতকালেই জমে ওঠে মোরগ লড়াইয়ের আসর। স্থানীয় আদিবাসী জনকল্যাণ সমিতির উদ্যোগে পৌষ সংক্রান্তির দিন প্রায় দশ হাজার মোরগ লড়াইয়ে নামে এই গোরইনলার মাঠে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন