এক মাছের দাম ৫ কোটি!

  06-01-2017 10:42AM

পিএনএস ডেস্ক: বিস্ময়ের এই দুনিয়ার কতকিছুই আমাদের বিস্মিত করে। কিছু বিষয় আমাদের চোখ কপালে তুলে। তারপরও সেগুলো বাস্তব। সেগুলো সত্যি। এবার তেমনই এক কাণ্ড ঘটনালো এক মাছ নিয়ে। আর সেটি ঘটেছে জাপানে।

জাপানের ‘টুনা রাজা’ নামে পরিচিত কিয়োসি কিমুরা একটি মাছ কিনে হৈচৈ ফেলে দিয়েছেন। কারণ মাছটি কিনতে তার খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। সেই সঙ্গে তিনি দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজারের বার্ষিক নিলামও জিতে নিয়েছেন।

কিয়োসি কিমুরা বৃহস্পতিবার জাপানের সুকিজি মাছের বাজারে নতুন বছরের প্রথম নিলামে ৭ কোটি ৪২ লাখ ইয়েনের বা ৬৩৬,০০০ ডলার দিয়ে ২১২ কেজি ওজনের একটি টুনা মাছ কিনেন।

কিমুরা বলেন,‌ ‘আমি বুঝতে পারছি যে আমি একটি ব্যয়বহুল কাজ করেছি। কিন্তু এই কাজটি করতে পেরে আমি খুব খুশি। কারণ আমি নিলামটি সফলভাবে জিততে পেরেছি। এটি ছিল ভালো আকৃতির একটি টুনা মাছ।

কিমুরা আরো বলেন, ‘গ্রাহকদের জন্য আমি সব সময় বাজারের সব থেকে ভালো পণ্যটি কিনতে চেষ্টা করি।’ খবর এএফপি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন