সমুদ্রের রহস্যময় প্রাণী 'ওয়ারফিশ'!

  18-02-2017 05:07PM

পিএনএস ডেস্ক: সম্প্রতি সমুদ্রের এক আজব প্রাণীর দেখা মিলল। ফিলিপাইনের আগুসান দেল নর্টির কারমেনে পাওয়া গেল এক ওয়ারফিশ। সেখানকার সৈকতে যারা মাঝে মধ্যেই যান, তারাই খুঁজে পেলেন এটি। মৃত অবস্থায় একে পাওয়া গেছে। তবে তার কিছু দিন আগে একই উপকূলীয় অঞ্চলে এক জেলে আরেকটি ওয়ারফিশ ধরতে সক্ষম হন। জায়ান্ট ওয়ারফিশ যার নাম রেগালিকাস গ্লেসনে। একে প্রথম দেখা যায় ১৭৭২ সালে। বিশেষ তাপমাত্রায় এবং অগভীর ট্রপিক্যাল অঞ্চলে এদের দেখা মিলতে পারে। তবে এমন পরিবেশ সৃষ্টি হয় খুব কম। তবে ওয়ারফিশকের এই দেখা মেলার ঘটনা সত্যিই বিরল। কেন এমনটা হয়েছে তার সম্পর্কেও খুব বেশি জানা নেই বিজ্ঞানীদের। কয়েকজন বিশেষজ্ঞের মতে, গভীর সমুদ্রে যারা বাস করে তাদের মধ্যে ওয়ারফিশ একটি। শক্তিশালী স্রোত এবং এলোমেলো বাতাসের কারণে এরা ওপরে চলে আসে।

এদের মৃত্যুর কারণ সম্পর্কেও বোঝা যাচ্ছে না। আসলে স্বাভাবিক মৃত্যু প্রক্রিয়া সম্পন্ন করতে এরা পানির ওপরে আসতে চায়, নাকি বিদঘুটে কোনো অবস্থা এদের মৃত্যু ঘটাচ্ছে তা স্পষ্ট নয়। ৩০ ফুট লম্বা দেহ নিয়ে এরা পৃথিবীর দীর্ঘতম বনি ফিশ বলে বিজ্ঞানীদের বিশ্বাস। বিশাল দেহ, অদ্ভুত সুন্দর অবয়ব এবং মিথলিজির সঙ্গে সামঞ্জস্যতা নিয়ে বেশ নাটকীয় এক প্রাণী এটি। সূত্র : ন্যাশনাল জিওগ্রাফি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন