প্রেত বাহিনী গড়তে ভয়ঙ্কর পরিকল্পনা

  01-03-2017 05:43PM

পিএনএস ডেস্ক: সম্ভবত তিনি চেয়েছিলেন পৃথিবীর উপরে প্রভুত্ব করতে। তাই দরকার ছিল একটি সেনাবাহিনীর। এমন এক সেনাদল তৈরি করতে চেয়েছিলেন রাশিয়ার প্রাক্তন পুলিশ কর্মী আরসেন বাইরামবেকভ। তিনি এমন এক বাহিনী গড়তে চেয়েছিলেন- যাদের বেতন দিতে হবে না, খেতে দিতে হবে না অথচ সেই বাহিনী হবে অমিত শক্তিশালী।

মানুষের দ্বারা এমন কাজ সম্ভব নয়, বাইরামবেকভ জানতেন। তাই না-মানুষ দিয়েই উদ্দেশ্য সাধনে তৎপর হন তিনি। কালোজাদুতে বিশ্বাসী বাইরামবেকভ মস্কো থেকে ৯০০ কিলো মিটার দূরে ভারখনায়া পিস্মহা নামের এক ছোট শহরে তার কর্মকাণ্ডের কেন্দ্র তৈরি করেন। সেখানে তিনি চার জন অসহায় গৃহহীন মানুষকে জোগাড় করে নিয়ে আসেন। এরপর একে একে তাদের হত্যা করে কবর দিয়ে দেন। পরে সেই কবর থেকে তাদের ঈষৎ পচা-গলা দেহ বের করে এনে মন্ত্রপূতঃ করে চলমান প্রেত বা জোম্বি বানানোর চেষ্টা করেন।

শেষ পর্যন্ত এই কারবার ধামাচাপ থাকেনি। পুলিশ খোঁজ পেয়ে বাইরামবেকভের আস্তানায় অভিযান চালিয়ে দেখতে পায়, একটি বড় পাথরের টেবিলকে যূপকাষ্ঠ বানিয়ে তিনি ধরে আনা মানুষদের সেখানে বলি দিয়েছেন।

জেরায় বাইরামবেকভ স্বীকার করেছেন, তিনি সত্যিই জোম্বি সেনাবাহিনী তৈরি করতে চেয়েছিলেন। বাইরামবেকভ পুলিশের চাকরিতে থাকাকালীনও তার বিরুদ্ধে দুজন নিরপরাধ ব্যক্তিকে হত্যার অভিযোগ ছিল।

এদিকে বাইরামবেকভের ঘটনা রুশ মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০০৮ থেকে রাশিয়ায় কালো জাদু বা অকাল্ট চর্চা দারুণভাবে বেড়ে গেছে। জারতান্ত্রিক আমলের কুখ্যাত কালো জাদুকর গ্রিগরি রাসপুটিনের ভাবমূর্তিকে অনেক রাশিয়ানই উজ্জ্বল করতে চাইছেন। রাসপুটিন-কথিত বহু গোলমেলে ক্রিয়াকেই রুশ জনগোষ্ঠীর একটা চোখে পড়ার মতো অংশ প্র্যাকটিস করেছেন বলে মস্কো পুলিশ-সূত্রে জানানো হয়েছে।

২০০৮-এই রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, ইসলামি সন্ত্রাসবাদের চাইতেও অনেক বেশি বিপদ এই অকাল্টিস্টদের নিয়ে। আপাতত রাশিয়ায় প্রায় ৪ লাখ মানুষ নিয়মিত ব্ল্যাক ম্যাজিক প্রাকটিস করেন। এ সেক্টরে প্রতিবছর ২৪ বিলিয়ন পাউন্ড পরিমাণ কালো টাকার লেনদেন হয় বলে জানিয়েছে এক বিশেষ সমীক্ষা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন