সাপকে পানি খাওয়ানোর ভিডিও ভাইরাল

  30-03-2017 03:50PM

পিএনএস ডেস্ক: দুধকলা দিয়ে কালসাপ পোষার কথাটা শুধু কথার কথা। সাপে দুধ বা কলা খাচ্ছে এমন ঘটনা খুব একটা শোনা যায়নি। বরং প্রাণীবিজ্ঞানীরা জানাচ্ছেন, স্তন্যপায়ী ছাড়া অন্য প্রাণীই দুধ খায় না সাধারণত। সাপের মতো সরিসৃপও দুধ হজম করতে পারে না। তাই বিশেষ পরিস্থিতিতে বাধ্য না হলে, সাপকে দুধে মুখ দিতে কেউই দেখেননি।

দুধ না খাক, সাপ জল তো খায়। কিন্তু সাপের জল খাওয়ায় ছবিও খুব একটা দেখা যায় না। সম্প্রতি উত্তর কর্নাটকের কাইগাতে সাপের জল খাওয়া নিয়ে একটি ভিডিও সামনে এসেছে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কর্নাটকে এ সময় প্রচণ্ড গরম। একটি সংবাদ সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ১২ ফুটের একটি শঙ্খচূড় সাপ গ্রামের মধ্যে ঢুকে পড়ে। গ্রামবাসীদের কথায়, এই সময় গ্রামে প্রচণ্ড গরম। নালা, পুকুর সব শুকিয়ে গিয়েছে। তেষ্টা মেটাতে তাই গ্রামে ঢুকে পড়েছে সাপটি। ভিডিওতে দেখা গিয়েছে, সাপের জন্য বোতলে জল নিয়ে এসে খাওয়ানো হচ্ছে। পরে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন