পৃথিবীর বৃহত্তম পিৎজার ওয়ার্ল্ড রেকর্ড

  14-06-2017 11:44AM

পিএনএস ডেস্ক: পিত্‍‌জা হলেও যে-সে পিত্‍‌জা এটা নয়। লক্ষ্যই যদি হয় ওয়ার্ল্ড রেকর্ড, সে পিত্‍‌জা তো আলাদা হবেই। তা বলে ৬,৩০০ ফুটের পিত্‍‌জা। এটাই বিশ্বে দীর্ঘতম এবং অবশ্যই সবচেয়ে বড় পিত্‍‌জাও। যার ওজন ৭,৮০০ কেজি। বিশেষে ওভেনে ৩৭১ ডিগ্রি তাপমাত্রায় বানানো হয়েছে।

বিশ্বের দীর্ঘতম পিত্‍‌জা হিসেবে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে দানবাকৃতির এই পিত্‍‌জা। এটি বানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। আয়োজকদের দাবি, প্রায় সাড়ে তিন হাজার ফুটের এই পিত্‍‌জাটিকে যে টেবিলে রাখা হয়েছে, সেটিও ওয়ার্ল্ড রেকর্ডের দাবিদার। কারণ, এত বড় টেবিল বিশ্বে আর কোথাও আছে বলে মনে হয় না।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন