ফেসবুকে হাজার লাইক পেতে বাবার কাণ্ড!

  21-06-2017 12:45PM

পিএনএস ডেস্ক: ফেসবুক যে এই সময়ের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এখানে মানুষ নিত্য-নতুন ছবি কিংবা স্ট্যাটাস দিয়ে লাইক-কমেন্ট প্রত্যাশা করেন। এজন্য ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়ানোর ছবি তুলে পোস্ট করতেও মানুষ একটুও শঙ্কা বোধ করেন না। অনেক সময় যেমন চলন্ত ট্রেন, ঝুলন্ত সেতু, পাহাড়ের খাদ বা বাড়ির ওপর তল থেকে ঝুলে সেলফি পোস্ট করতে গিয়ে অনেকে সফল হয়েছেন, তেমন প্রাণও দিয়েছেন। তবে ফেসবুকে লাইক পাওয়ার জন্য নিজের ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলার নজির মনে হয় ইতোপূর্বে দেখা যায়নি। যার দৃষ্টান্ত হয়ে থাকলেন আলজেরিয়ার এক বাবা।

ফেসবুকে হাজার পাবার আশায় ছেলেকে ১৬ তলার অ্যাপার্টমেন্টের জানলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে আবার সেই ব্যক্তি ক্যাপশন দেন, ছবিতে হাজার লাইক না দিলে, তিনি ছেলেকে ছুঁড়ে নীচে ফেলে দেবেন।

ছোট শিশুটির ওই অবস্থার ছবি দেখে আতঙ্কিত হয়ে পড়েন অন্য ফেসবুক ব্যবহারকারীরা। লাইক পাওয়ার নেশায় ছেলের জীবন বাজি রেখার মতো এমন সাংঘাতিক স্টান্ট দেখে রেগে গিয়ে ওই ব্যক্তির শাস্তি দাবি করেন বহু নেটিজেনরা। তাঁদের মধ্যে থেকেই একজন পুলিশ প্রশাসনকে ঘটনার কথা জানান। এরপরই তত্পরতার সঙ্গে ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় ওই ব্যক্তি দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন