বাজারে এবার প্লাস্টিক মাছ (ভিডিওসহ)

  14-08-2017 11:13AM

পিএনএস ডেস্ক: ডিমের পর এবার প্লাস্টিক মাছ৷ ডিম, চাল আতঙ্ক কাটতে না কাটতেই বাজারে ছড়াল প্লাস্টিক মাছ৷ বাজারে মাছ কিনতে গেলেও এবার সাবধান হয়ে যান৷ মাছটা আসল না নকল! নকল প্লাস্টিকের ডিম, চাল এবং বাধাকপি প্রকাশ্যে আসার পর বাজারে এখন এটাই চর্চার মূল বিষয়৷ বাজারে এখন একটাই আলোচনা৷ ‘মাছটা প্লাস্টিকের নয় তো দাদা?’ এই প্রশ্নেই এখন ছয়লাপ বাজার৷ বাড়ির গৃহিনীরাও মাছ রান্নার আগে ভাবছেন দুবার৷

লন্ডনের আফ্রিকান বাজারে ছড়িয়েছে এই প্লাস্টিক মাছ৷ যার দাম ১০০ পাউন্ড৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে আটহাজার টাকা৷ সম্প্রতি এই মাছেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ গোটা মাছটাই প্লাস্টিকের তৈরি৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে ফোমের মতন মাছটি আঙ্গুল দিয়ে চাপ দিলেই বেরিয়ে আসছে জল৷ এহেন একটি ভিডিওতে আমজনসাধারণের মনে ভয় জন্মেছে৷

নকল মাছের এই ভিডিওটিতে তোলপাড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়া৷ মানুষের মনে জন্মেছে আতঙ্ক৷ যদি কোনও কারণে ভুলবশত ওই মাছটি আপনি খেয়ে নেন তাহলে মারাত্মক ক্ষতিকর রোগের মুখে পড়তে পারেন আপনি৷ এমনকি মৃত্যু ঘনিয়ে আসতেও খুব বেশি দেরি লাগবে না আপনার৷ আপাতত প্লাস্টিক ডিম, চালের পর বাজারে দাপিয়ে বেরাচ্ছে প্লাস্টিক মাছ৷

কিছু দিন আগে প্লাস্টিকের ডিম নিয়ে কলকাতায় তোলপাড় হয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া মনোভাবে বন্ধ করা গিয়েছিল সেই প্লাস্টিকের ডিমের ব্যাবসা। কিন্তু বারবার ভেজাল জিনিসের বিভীষিকার আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ৷ লন্ডনে এই প্লাস্টিক মাছ মিললেও তা দেশের বাজারও যেকোনও মুহূর্তে দখল করে নিতে পারে৷ আর সেই ভয়েই আপাতত আতঙ্কে সাধারণ মানুষ৷




পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন