রাস্তায় ‘জীবন্ত পুতুল’

  25-08-2017 11:55AM

পিএনএস ডেস্ক: কেউ কী কখনো লোকারণ্যে জীবন্ত পুতুল চলাফেরা করতে দেখেছেন? পৃথিবীতে এই প্রথম জীবন্ত পুতুল রাস্তায় চলাফেরা করতে দেখা গেছে। জাপানের রাজধানী টোকিওতে এই ঘটনা ঘটে।

জাপানের রাজধানী টোকিওতে জনতার চোখের সামনে হেঁটে বেড়িয়েছে ‘জীবন্ত পুতুল’ মডেল লুলু হাসিমোতো। লুলু’র নির্মাতা হিতোমি কোমাকি’র মতে, এটিই পৃথিবীর প্রথম জীবন্ত পুতুল।

পুতুলটিকে মানুষের মতো চলাফেরার ব্যবস্থা করে জাপানের জনপ্রিয় পোশাক পরা মাস্কট ‘কুগুরুমি’ ঐতিহ্যকে নতুন সৌন্দর্যের মাত্রায় নিয়ে গেছেন কোমাকি।

পুতুলটি জাপানের বার্ষিক মিস আইডি সুন্দরী প্রতিযোগিতায় ৪ হাজার প্রতিযোগীর মধ্যে ১শ’ ৩৪ জন সেমিফাইনালিস্টের সামনে মাথা নেড়ে, নেচে গেয়ে মঞ্চ প্রদক্ষিণ করে। লুলু’র পোশাক ডিজাইন করেছেন কোহ ইউয়েনো।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন