কুমিরের হাত থেকে বাঁচাল জলহস্তী! (ভিডিওসহ)

  16-09-2017 06:01PM

পিএনএস ডেস্ক:অরণ্যের আইন যেখানে চলে, সেখানে পশু-পাখিরা যে এমন সব আচরণ করে, যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না অনেকের কাছেই। এবার তেমনই এক ঘটনা দেখা গেল দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে।
ক্রুগারে একটি ওয়াইল্ড বিস্ট খুবই বিপদে পড়েছিল। একটি কুমির তার পা কামড়ে ধরেছিল। এরপর কোনোভাবেই তার সে পা ছাড়ানো যাচ্ছিল না।

প্রচণ্ড চিৎকার চেঁচামেচি ও লাফালাফি করেও কুমিরের সেই কামড় ছাড়াতে পারছিল না ওয়াইল্ডবিস্ট। এরপর এক পর্যায়ে তাকে পানিতে টেনে নিয়ে যায় কুমিরটি। মৃত্যুর একেবারে কাছাকাছি চলে গিয়েছিল সে।

এ সময়েই হঠাৎ করে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় জলহস্তী। নদীতেই কাছাকাছি জায়গায় ছিল দুটি জলহস্তী। তারা হয়ত সেই ওয়াইল্ডবিস্টের প্রতি দয়া করেই তাকে বাঁচাতে তেড়ে যায়।

কুমিরের দিকে তেড়ে গেলে সেও বিশাল জলহস্তীকে দেখে ভয় পায়। এক পর্যায়ে ওয়াইল্ড বিস্টের কামড় ছেড়ে দিয়ে প্রাণভয়ে পানির গভীরে পালিয়ে যায়।




পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন