যে কারণে চলন্ত গাড়িকে ধাওয়া করে কুকুর

  04-01-2018 12:57PM

পিএনএস ডেস্ক: আমরা প্রায়ই চলন্ত গাড়ির পিছনে কুকুরের ধাওয়া করার দৃশ্য দেখি। কখনও আবার দল বেঁধেও তাদের দৌড়তে দেখা যায়।

এ ব্যাপারে অনেকেই ভাবেন, গাড়ির গতির সঙ্গে প্রতিযোগিতায় নামে কুকুররা। এটা তাদের স্বাভাবিক একটা অভ্যাস। সেটা একটা কারণ হতে পারে। আবার শুধু এটাই যে কারণ এমন ভাবাটাও কিন্তু ঠিক নয়। কেননা অপর ব্যাখ্যাটিও বেশ মজার। আসলে কুকুররাও নিজেদের এলাকা ভাগ করে রাখে। আস্তানায় ফেরার জন্য চিনে রাখে তার বাসস্থান ও আশেপাশের এলাকা।

এই চিনে রাখার উপায়টিও বেশ অভিনব। আসলে প্রস্রাবের গন্ধেই এলাকা চিনে রাখে কুকুররা। এ কারণে যে এলাকায় তাদের বাস সে এলাকার আশেপাশের গাড়ির চাকায় প্রস্রাব করে রাখে তারা। অন্য এলাকা থেকে গাড়ি ঢুকলে অচেনা গন্ধ টের পায় কুকুররা। তাতেই বুঝতে পারে অচেনা কেউ তাদের এলাকায় ঢুকে পড়েছে। ঠিক সে কারণেই গাড়ির পিছনে ধাওয়া করে।

সূত্রঃ সংবাদ প্রতিদিন

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন