না মেরেই পিঁপড়া তাড়ানোর কিছু উপায়

  08-08-2018 11:25PM

পিএনএস ডেস্ক: বর্ষা মানেই দলবেঁধে পিঁপড়ার হানা। আর এই সারি সারি পিঁপড়ার হাত থেকে নিষ্কৃতি পেতে বিভিন্ন রাসয়নিক দ্রব্য ব্যবহার করেন অনেকেই। তাতে মারা পড়ে পিঁপড়ার দল। কিন্তু না মেরেও পিঁপড়া তাড়ানো সম্ভব। আর সেজন্য ব্যবহার করতে হবে ঘরোয়া কিছু উপাদান।

যে রাসায়নিক সংকেতের মাধ্যমে পিঁপড়ারা একে অন্যের সঙ্গে যোগাযোগ চালায়, নিজেদের রাস্তা ঠিক করে, সেই রাসায়নিককে নষ্ট করে ঝাল জাতীয় উপাদান। তাই মরিচের গুঁড়ার গন্ধ সহ্য করতে পারে না পিঁপড়া। বর্ষায় বাড়ির উঁচু জায়গাগুলোয় (যেখানে শিশুদের হাত পৌঁছবে না) ছড়িয়ে রাখুন অল্প মরিচের গুঁড়া। পিঁপড়ারা আর বাসাই বাঁধবে না ওখানে।

ভিনেগারের অম্ল পিঁপড়া তাড়াতে খুব কার্যকর। এককাপ পানিতে কিছুটা ভিনেগার মিশিয়ে তা ছড়িয়ে দিন পিঁপড়া উপদ্রুত এলাকায়। পিঁপড়ার বাহিনি আর ওই এলাকার ধারেকাছে ঘেঁষবে না।

পিঁপড়ের অবাধ যাতায়াত যেসব জায়গায়, সেখানে দারুচিনির গুঁড়া ছড়িয়ে রাখুন। দারুচিনির গন্ধ পিঁপড়াদের ঘ্রাণশক্তিকে কিছুটা দুর্বল করে দেয়। পিঁপড়ার দিক নির্দেশ ক্ষমতা লোপ পায়।

লেবুর রসের অ্যাসিটিক অ্যাসিড পিঁপড়াদের গন্ধ চিনতে বাধা দেয়। তাই পানির মধ্যে খানিকটা লেবুর রস মিশিয়ে তা স্প্রে করতে পারেন ঘরের কোণায়। সহজেই পিঁপড়ামুক্ত হবে ঘর-বাড়ি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন