সম্মানহানি:‘গালি’দিতে মাইকের অনুমতি চেয়ে আবেদন!

  15-01-2024 11:47AM



পিএনএস ডেস্ক: সংবাদমাধ্যমে ভুল তথ্য ছাপার কারণে এক ব্যক্তির সম্মানহানি হয়েছে। এজন্য তিনি সংবাদমাধ্যম কর্তৃপক্ষকে মাইক ব্যবহার করে গালি দিতে চান। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই যুবক দুই ঘণ্টা ধরে মাইকে গালি দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

প্রতীক সিংহ এলাকার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদনে বলেন, এলাকার একটি সংবাদমাধ্যমের অফিসের সামনে তিনি মাইক লাগাতে চান। টানা দুইঘণ্টা সেই মাইকের মাধ্যমে গালি দিতে চান ওই অফিসের কর্মচারী এবং কর্তৃপক্ষকে।

ওই যুবক বলেন, সংবাদপত্রের একটি প্রতিবেদনে তাকে ‘জমি মাফিয়া’ বলে উল্লেখ করা হয়েছে। এতে তার বিরুদ্ধে জমি কেড়ে নেওয়ার কথাও বলা হয়। কিন্তু এ তথ্য সম্পূর্ণ মিথ্যা।

চিঠিতে যুবক দাবি করেন, গত ৯ জানুয়ারি তিনি তার একটি জমিতে বুলডোজার চালিয়েছেন। তার পরেই সংবাদপত্রে তাকে ‘জমি মাফিয়া’ বলে উল্লেখ করে। স্বপক্ষে উপযুক্ত প্রমাণও দেওয়া হয়নি বলে তার দাবি। এজন্য তিনি আগামী ১৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে দুইঘণ্টা মাইকে ওই সংবাদমাধ্যমের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করতে চান।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন