‘সরকারকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলো দেশী-বিদেশী সংস্থা’

  19-10-2016 08:35AM



পিএনএস ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা অপবাদ দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের যৌথ সভায় প্রধানমন্ত্রী বলেছেন, জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন একমাত্র আওয়ামী লীগ সরকারের পক্ষেই সম্ভব।

সম্মেলন সামনে রেখে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টামণ্ডলী এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কদের যৌথ সভায় এসব কথা বলেন তিনি।

সভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জানানো হয়।

বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বহু ঝড়-ঝাপটা পেরিয়ে আওয়ামী লীগ যেভাবে জনগণের জন্য কাজ করে গেছে, যে দল সম্মেলনের মধ্যে দিয়ে আরো সুসংগঠিত হবে।

প্রধানমন্ত্রী বলেন,‘ আজকে বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেল, দেশ সম্মান অর্জন করেছে। আমাদের ওপর ঝড়ঝাপটা কম যায়নি। অনেকবার দোষারোপ করার চেষ্টা করা হয়েছে’।

আসন্ন সম্মেলনের লক্ষ্য থাকবে, দারিদ্র্য দূর করা আর সে লক্ষ্য নিয়েই সকলকে কাজ করে যেতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি।

তিনি বলেন,‘ আমরা এবার সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি গ্রহণ করেছি। অর্থাৎ স্থায়ী-টেকসই উন্নয়ন। আমি মনে করি বাংলাদেশ সফলভাবে তা বাস্তবায়ন করতে পারবে’।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন