মারা গেল সেই জোড়া লাগা জমজ

  20-10-2016 01:51PM

পিএনএস ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সেই জোড়া লাগানো জমজ শিশু। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে মারা যায় জোড়া লাগানো এই জমজ।

জন্মের পরপরই ঢামেকে ফেলে পালিয়ে গিয়েছিলো এই জমজের স্বজনরা। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই জমজের চিকিৎসার দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা দেন। পরবর্তীতে এই জমজের চিকিৎসায় গঠিত হয় মেডিকেল বোর্ড।

পেডিয়াট্রিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনুর ইসলাম আজ বৃহস্পতিবার এই জোড়া লাগানো জমজ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুরু থেকেই আশঙ্কাজনক অবস্থায় ছিলো এই জোড়া লাগানো জমজ শিশু। তাদের মাথা থেকে বুক পর্যন্ত জোড়া লাগানো ছিলো।

এদিকে গাইবান্ধা থেকে আসা অপর একটি জোড়া লাগানো জমজের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডা. শাহনুর। শিশু দু’টিকে সফলভাবে আলাদা করা হয়েছে বলে জানান তিনি। এখন পর্যন্ত শিশু দু‘টি ভালো রয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন