যে কারণে বাংলাদেশ বিমানে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

  15-01-2017 02:00PM

পিএনএস ডেস্ক: পাঁচ দিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিবর্তে এবার ইতিহাদ এয়ারওয়েজের উড়োজাহাজে করে সেখানে যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরের আগে সাধারণত বিমানকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়। এবার বিমান কর্তৃপক্ষ তেমন কোনো বার্তা পায়নি। পরে অনানুষ্ঠানিকভাবে তারা বিষয়টি জানতে পারেন। প্রতিষ্ঠানটির নিয়মিত একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ভ্রমণ করবেন বলে জানিয়েছেন ইতিহাদ এয়ারওয়েজের বাংলাদেশের জেনারেল ম্যানেজার হানিফ জাকারিয়া।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি সফরে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর পর উড়োজাহাজটি আশখাবাদে জরুরি অবতরণ করে। ঘটনা-উত্তর তদন্তে দেখা যায়, সেটি ছিল মনুষ্যসৃষ্ট। পরে বিমানে কর্মরত বিভিন্ন বিভাগের ৯ জনকে আসামি করে মামলা হয়। অভিযুক্তরা এখন কারাগারে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর আজকের সফর কেন্দ্র করে ইতিহাদ এয়ারওয়েজের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সংশ্লিষ্টরা। মূলত ঝুঁকি এড়াতেই বাংলাদেশ বিমানের পরিবর্ততে ইতিহাদ এয়ারওয়েজে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন