পল্টনে পুলিশের সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে

  16-01-2017 02:13PM

পিএনএস ডেস্ক: উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজধানীর পুরানা পল্টনে পুলিশের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা ধাওয়ার চলছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এই মহূর্তে পুলিশ আন্দোলনরত হকারদের হটাতে টিয়ারশেল ও কাঁদুনে গ্যাস ছুড়ছে বলে খবর পাওয়া গেছে। হকাররাও ইট-পাটকেল ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে।

স্থানীয় লোকজন ব্রেকিংনিউজকে জানায়, দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুদ সোহেব হকারদের উচ্ছেদে করতে গেলে গার্মেন্ট-শ্রমিক-ট্রেড ইউনিয়ন নেত্রী জলি তালুকদার ম্যাজিস্ট্রেটকে উচ্ছেদ অভিযান বন্ধ করতে বলেন।

এ সময় সরকারি কাজে বাধা না দিতে জলি তালুকদারকে অনুরোধ করেন ওই ম্যাজিস্ট্রেট।

এরই এক পর্যায়ে হকাররা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ তাৎক্ষণিক পিছু হটতে বাধ্য হয়। কিন্তু পরক্ষণেই পাল্টা আক্রমণ করে পুলিশ।

এ সময় হকাদের ইট-পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। তবে এখন পর্যন্ত বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুদ সোহেব ব্রেকিংনিউজকে বলেন, ‘গতকালের মতো আজকেও আমরা শান্তিপূর্ণভাবে হকার উচ্ছেদ অভিযান শুরু করি। উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে পল্টন মোড়ে আসলে ট্রেড ইউনিয়ন নেত্রী জলি তালুকদার আমাদের বাধা দেয়। তাদের সরে যেতে বললে তার নেতৃত্বে আমাদের ওপর হকাররা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। আমরা আন্দোলনকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছি। হকার উচ্ছেদ অভিযান অব্যাহত আছে।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন