বিচারপতি রুহুল আমিনের জানাজা বৃহস্পতিবার

  18-01-2017 01:49PM


পিএনএস: প্রাক্তন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের জানাজা আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী জানান, বুধবার রাতে বিচারপতি এম এম রুহুল আমিনের মরদেহ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় পৌঁছাবে। আগামীকাল বেলা ১১টায় সুপ্রিম কোর্ট চত্বরে জানাজা অনুষ্ঠিত হবে।

গতকাল ভোরে প্রাক্তন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল।

বিচারপতি এম এম রুহুল আমিন ২০০৮ সালের ১ জুন থেকে ২০০৯ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের ১৬তম প্রধান বিচারপতি ছিলেন তিনি।

রুহুল আমিন ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এমএ এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন রুহুল আমিন। ১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন তিনি। ১৯৮৪ সালে জেলা ও দায়রা জজ হন।

১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন রুহুল আমিন। ২০০৩ সালের ১৩ জুলাই আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে রুহুল আমিন ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তার দুই ছেলে ব্যারিস্টার রাশেদ আহমেদ সুমন ও ব্যারিস্টার এম আশরাফুল আলম সুজন সুপ্রিম কোর্টের আইনজীবী।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন