বেনাপোলে সীমান্তে বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

  25-05-2017 02:14PM

পিএনএস ডেস্ক: বেনাপোলে সীমান্তে আজ বৃহস্পতিবার বিজিবির ক্যাম্পে বিজিবি ও বিএসএফ-এর সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে চোরাচালান, সীমান্ত হত্যা ও জঙ্গি দমনের বিষয়ে জিরো টলারেন্স ফলো করার সিদ্ধান্ত হয়।

এই বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন দক্ষিণ পশ্চিমাঞ্চল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিক। এসময় তার সাথে ছিলেন খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল আনিছুল হক, কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল মাসুদ, আরআইবির সিও লে কর্ণেল খবির উদ্দিন, ২১ ব্যাটেলিয়নের সিও লে কর্ণেল তারিক আজিজ, ৪৯ ব্যাটেলিয়নের সিও লে. কর্নেল আলিফুর রহমান, কাস্টমসের ডেপুটি কমিশনার নিতিশ বিশ্বাস, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শাহীদ মো. আবু সারোওয়ার।

বিজিবির নেতৃত্ব দেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টের আইজি এসআর অনজো লিও লু, ডিআইজি মৃদুল সেনওয়াল, কলকাতা বিএসএফের ডিআইজি আরপিএস জেস ওয়াল এবং ৬৪ ব্যাটেলিয়নের সিও মনোরঞ্জন শাহ প্রমুখ।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন