‘সরকারের পক্ষে কর্মসংস্থান বিস্তারের সুযোগ নেই’

  23-07-2017 05:04PM

পিএনএস ডেস্ক :অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সরকারের পক্ষে কর্মসংস্থান এক্সপেনশনের (বিস্তার) আর সুযোগ নেই। যা করতে হবে বেসরকারি খাতকেই।

রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘লেবার মার্কেট অ্যান্ড স্কিল গ্যাপ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) সমীক্ষাটি তৈরি করে।

অর্থমন্ত্রী বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে শুধু বিদেশে রফতানির জন্য নয়, দেশজ চাহিদা মেটাতে দক্ষ জনশক্তি খুবই গুরুত্ব বহন করে। বেসরকারি খাত চমৎকার এগিয়ে যাচ্ছে। কৃষি খাতে শুধু নয়, জাহাজ নির্মাণ শিল্পেও শ্রমিকদের অভাব রয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন