১৬ জন সাব-রেজিস্ট্রারকে বদলি

  23-07-2017 11:07PM

পিএনএস ডেস্ক: ১৬ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। আগামী ১ আগস্ট বদলিকৃত কর্মস্থলে তাদের যোগদান করতে বলা হয়েছে।

এই বদলির আদেশ দেয়া হয়েছে আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে। রোববার আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বদলির আদেশপ্রাপ্তদের মধ্যে মো. আব্দুল মোতালেবকে টাঙ্গাইলের ঘাটাইল থেকে জামালপুর সদরে, মো. সহিবুর রহমান প্রধানকে চট্টগ্রামের আধুনগর থেকে ঢাকা দক্ষিণে, মো. রফিক উদ্দিনকে ঢাকা দক্ষিণ থেকে সিলেটের বিয়ানীবাজারে, আলী আজগরকে পাবনার আটঘড়িয়া থেকে ফরিদপুরের বোয়ালমারীতে, মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে ময়মনসিংহের পাগলায়, মো. সিফাতুল্লাহকে ফরিদপুরের মধুখালী থেকে জামালপুরের বকশীগঞ্জে, রেজাউল করিম আহাম্মদকে চট্টগ্রামের ফতেয়াবাদ থেকে চাঁদপুরের হাজীগঞ্জে বদলি করা হয়েছে।

মো. মিজানুর রহমানকে রংপুরের পীরগঞ্জ হতে রংপুরের মিঠাপুকুরে, শাহাদাৎ হোসেনকে নীলফামারী সদর থেকে গাইবান্ধা সদরে, শাহ নেওয়াজ খানকে সুনামগঞ্জের ছাতক থেকে ময়মনসিংহ সদরে, মো. সফিকুল ইসলামকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে মানিকগঞ্জের সাটুরিয়ায়, মো. বেলাল উদ্দিন আকন্দকে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ময়মনসিংহের ধুবাউড়ায়, মো. হায়দার আলী খানকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে সুনামগঞ্জের ছাতকে, মীর ইমরুল কায়েস আলীকে ময়মনসিংহের হালুয়াখাট থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়, খন্দকার নুরুল আমিনকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহের ফুলপুরে ও মাহমুদুল হাসানকে ময়মনসিংহের ফুলপুর থেকে নীলফামারী সদরে বদলি করা হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন