বন্যায় দোহার-নবাবগঞ্জে পানিবন্দি ৬০ হাজার মানুষ

  17-08-2017 08:33PM

পিএনএস ডেস্ক : পদ্মা নদীর অব্যাহত পানিবৃদ্ধির ফলে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই উপজেলার অন্তত ২০ হাজার বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।

সব মিলিয়ে পানিবন্দি হয়ে পড়েছে ৬০ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে দোহার উপজেলার পরিস্থিতি ভয়াবহ।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর, দেবিনগর, চর বিলাসপুর, কুলছুড়ি, আলমবাজারসহ অধিকাংশ এলাকার বাড়িঘর প্লাবিত হয়েছে। ডুবে গেছে ইউনিয়নটির প্রধান প্রধান সড়কসহ কয়েকটি হাট-বাজার।

এ ছাড়া সুতারপাড়া ইউনিয়নের মধুরচর, নারিশা ইউনিয়নের মেঘুলা বাজার, নারিশা জোয়ার, রানীপুরসহ মুকসুদপুর ও মাহমুদপুর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা গত ২৪ ঘণ্টায় নতুন করে প্লাবিত হয়েছে।

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমিন বন্যাকবলিত বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে সরকারি সাহায্যের আশ্বাস প্রদান করেন।

এদিকে, দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে ২১৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত চলমান পদ্মা বাঁধ প্রকল্পের দুটি স্থানে বাঁধ উপচে পানি ঢুকছে। বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন। বালুর বস্তা ফেলে বাঁধ মেরামতের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ ছাড়া নবাবগঞ্জের কাশিয়াখালী বেরিবাঁধের একাধিক স্থান দিয়ে পানি ঢুকছে নবাবগঞ্জের কয়েকটি এলাকায়। দোহারের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ও নবাবগঞ্জের অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন