‘বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি মানুষকে পুনর্বাসিত করা হবে’

  24-08-2017 03:49PM

পিএনএস, লালমনিরহাট প্রতিনিধি : সাংস্কতি মন্ত্রী আসাদুজ্জমন নূর বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্থ প্রত্যেক মানুষকে পুনর্বাসিত করা হবে। বন্যার্ত মানুষদের কল্যানে সারকারী ও বেসরকারীভবে নানা উদ্যেগ গ্রহন করা হয়ছে।

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে নগদ অর্র্থ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংস্কতি মন্ত্রী আসাদুজ্জমন নূর আরও বলেন, যে সব মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করছে। তাদের জন্য জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, জেলা পুলিশ সুপার(এসপি) এস এম রশিদুল হক, হাতীবান্ধা উপজেলা পরষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন