রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠালো সৌদি আরব

  22-09-2017 03:31PM


পিএনএস ডেস্ক: রাখাইনে সেনাবাহিনীর নৃশংস হামলার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য প্রথমবারের মতো ত্রাণ পাঠালো সৌদি আরব। ৯৩ দশমিক ৮১ টন ত্রাণসামগ্রী নিয়ে সৌদি আরবের একটি বিমান গতকাল রাতে চট্টগ্রামে পৌঁছে।

আজ শুক্রবার সকালে এসব ত্রাণসামগ্রী চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর হাতে তুলে দেন সৌদি আরবের দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমির ওমর সেলিম ওমর। এসময় চট্টগ্রাম জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান জানান, ৯৩ দশমিক ৮১ টন ত্রাণসামগ্রী নিয়ে সৌদি আরবের প্রথম বিমান চট্টগ্রামে এলো। বিমানটি বৃহস্পতিবার রাত ৩টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছায়। ত্রাণসামগ্রীগুলোর মধ্যে চাল, ডাল, ময়দা, চিনি ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে। ত্রাণসামগ্রীগুলো ইতোমধ্যে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশ্যে ট্রাকযোগে পাঠানো শুরু হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন