৪৮৮ উপজেলায় নির্মিত হচ্ছে ‘উপজেলা শিল্পকলা একাডেমী ভবন’

  26-09-2017 04:33PM

পিএনএস ডেস্ক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে দেশের ৪৮৮টি উপজেলায় ‘উপজেলা শিল্পকলা একাডেমী ভবন ’ নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি উপজেলায় ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

‘উপজেলা শিল্পকলা একাডেমী ভবন নির্মাণ’ প্রকল্প বাস্তবায়নে সহায়তা করছে সরকারের এলজিইডি বিভাগ।

শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী জানান, তৃণমূলে সংস্কৃতি বিকাশের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা শিল্পকলা ভবন নির্মিত হচ্ছে। এই প্রকল্পের কাজ শেষ হলে গ্রাম পর্যায়ে নতুন প্রজন্ম তাদের মেধা বিকাশের সুযোগ পাবেন। এবং এর ফলে তাদের মধ্য থেকে অসংখ্য শিল্পী, কলাকুশলী, অভিনেতা, সাহিত্যিক, সংস্কৃতিসেবী জাতীয় পর্যায়ে এসে অবদান রাখতে পারবেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন