শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি বললেন আইনমন্ত্রী

  12-10-2017 07:00PM

পিএনএস ডেস্ক : শুক্রবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, চিকিৎসার জন্য প্রধান বিচারপতি আগামীকাল বিকালে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে আমি জানি। উল্লেখ্য, ১লা আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকে সরকার দলীয় মন্ত্রী ও এমপিদের সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি।

এসময় প্রধান বিচারপতিকে অপসারণেরও দাবি করা হয়। সমালোচনার মধ্যেই গত ১০ থেকে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি এস কে সিনহা দেশের বাইরে ছুটিতে ছিলেন। ছুটি শেষ হওয়ার পূর্বেই ২রা অক্টোবর অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটির আবেদন করেন তিনি।

পরে ১৩ই অক্টোবর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত দেশের বাইরে থাকার অনুমতি চেয়ে প্রেসিডেন্ট বরাবর আবেদন করেন। ওই আবেদনে প্রেসিডেন্ট আবদুল হামিদ সই করেন। আজ সকালে প্রধান বিচারপতির বিদেশে যাওয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন