হৃদয়কে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত; ফের সকাল ৬টায়

  17-10-2017 12:55AM

পিএনএস ডেস্ক: রাজধানীর মুগদা থানার মাণ্ডার একটি নর্দমায় পড়ে যাওয়া তিন বছরের শিশু হৃদয়কে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাকে খুঁজতে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ডুবুরি দল মঙ্গলবার সকাল ৬টায় আবার অভিযান চালাবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) দেবাশীষ বর্ধন বলেন, হৃদয়কে উদ্ধারের চেষ্টা চলছে। রাত হয়ে যাওয়ায় সাময়িক স্থগিত করা হলেও আগামীকাল সকাল ৬টা থেকে উদ্ধার তৎপরতা চলবে।

এর আগে রোববার বিকেলে ৫টার দিকে খেলা করার সময় পানিতে পড়ে যায় ওই শিশু। মুহূর্তেই সে তলিয়ে যায় বলে দাবি করছে তার সহপাঠীরা। সংবাদ পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

তবে পানিতে ময়লা আবর্জনা থাকায় আলোর স্বল্পতার কারণে রাতে কয়েকঘণ্টার জন্য অভিযান স্থগিত করা হয়। সোমবার সকাল থেকে আবার শুরু হয় অভিযান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার (খিলগাঁও) আলী আজম বলেন, খালটিতে প্রচুর ময়লা থাকায় স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে।

নিখোঁজ শিশু হৃদয়ের বাবা আবদুস সালাম পেশায় একজন রিকশাচালক।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন