ইরানের সর্বোচ্চ নেতা ১,০০০ কোটি রিয়াল দিলেন রোহিঙ্গাদের জন্য

  18-10-2017 11:12AM

পিএনএস ডেস্ক: মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য ১,০০০ কোটি রিয়াল (২ লাখ ৫০ হাজার ডলার) সাহায্য বরাদ্দ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। ব্যক্তিগত তহবিল থেকে তিনি এই সাহায্য দেন।

ইরানের রেড ক্রিসেন্টে নিযুক্ত সর্বোচ্চ নেতার প্রতিনিধি মায়ানমারের মুসলমানদের দুর্দশার বিবরণ তুলে ধরে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে চিঠি লেখার পর এ সাহায্য দিলেন তিনি।

ওই চিঠিতে মায়ানমারের সেনাবাহিনীর উৎখাত অভিযানের শিকার রোহিঙ্গা মুসলমানদের অবর্ণনীয় দুর্দশার কথা উল্লেখ করে তাদের সাহায্যে ইরানের রেড ক্রিসেন্ট এ পর্যন্ত যেসব সাহায্য পাঠিয়েছে তার বিবরণ তুলে ধরা হয়েছিল।

ইরান এরইমধ্যে রোহিঙ্গা মুসলমানদের জন্য সাহায্যবাহী কয়েকটি বিমান বাংলাদেশে পাঠিয়েছে। গত ১৫ সেপ্টেম্বর রোহিঙ্গাদের জন্য ইরানের প্রথম ত্রাণবাহী কার্গো বিমান বাংলাদেশে পৌঁছে।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রহিমপুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ত্রাণ বিতরণের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। রোহিঙ্গাদের জন্য পরবর্তীতে আরো কয়েক দফা ত্রাণ পাঠিয়েছে ইরান।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন