কারওয়ান বাজারে হাঁটুপানি, ‘অচল’ রাজধানীর কাঁচাবাজার

  21-10-2017 02:44PM

পিএনএস ডেস্ক: নিম্নচাপের কারণে সৃষ্ট টানা বর্ষণে রাজধানীজুড়ে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। দুই দিন ধরেই চলছে বৃষ্টির ধারা। বৃষ্টির পানিতে সয়লাব রাজধানীর কারওয়ান বাজার। এ এলাকায় হাঁটুপানি জমে গেছে। শুক্রবার থেকে সেখানে মাছ থেকে শুরু করে সবজির বেচাকেনা প্রায় বন্ধ রয়েছে। কয়েকটি দোকান খোলা থাকলেও ক্রেতা নেই বললেই চলে।

রাজধানীর বৃহৎ পাইকারি এ বাজারের অলি-গলিতে পানি জমেছে। জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে ছোট ছোট কাঁচাবাজারের দোকানগুলো।

শনিবার সরেজমিনে কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে পুরো এলাকা ডুবে গেছে।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি বন্ধ রয়েছে বাজারে। যার কারণে একদিকে যেমন ক্রেতারা বাজার করতে পারছেন না। অন্যদিকে বিক্রেতারাও কাঁচাপণ্য নিয়ে পড়েছেন চরম বিপাকে। কারওয়ান বাজারের কোথাও কোথাও কাঁচাপণ্য পচে যাচ্ছে। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বাজারের ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ীরা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন