সৈয়দ আশরাফের স্ত্রীর মৃত্যুতে কিশোরগঞ্জে শোকের ছায়া

  23-10-2017 07:45PM

পিএনএস, কিশোরগঞ্জ প্রতিনিধি : জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। সৈয়দ আশরাফের নিজের এলাকায় তার স্ত্রী শিলা ইসলামেরও যথেষ্ট জনপ্রিয়তা ছিল। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শিলা ইসলাম।

সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, শিলা ইসলাম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। গত এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে কেমোথেরাপিসহ ক্যান্সারের কয়েক ধাপের চিকিৎসা করা হয় তার। পরে সেখান থেকে তাকে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানেই তিনি সোমবার মারা যান।

শিলা ইসলাম লন্ডনের একটি স্কুলে পড়াতেন। অবসরে যাওয়ার পরও পারিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে বসবাস করছিলেন তিনি। এই দম্পতির একটি মেয়ে সন্তান রয়েছে। শিলা ইসলামের মৃত্যুতে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক বিবৃতিতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান বলেন, ‘শিলা ইসলামের মৃত্যুতে আজ কিশোরগঞ্জবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখেছেন। কিশোরগঞ্জের মানুষকে অন্তরের গভীরে স্থান দিয়েছেন। এজন্য কিশোরগঞ্জবাসী তার কাছে চির কৃতজ্ঞ থাকবে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।’

জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘কিশোরগঞ্জের কৃতি সন্তান সৈয়দ আশরাফুল ইসলামের সহধর্মিনীর মৃত্যুতে জেলা বিএনপি গভীরভাবে শোকাহত। সৈয়দ আশরাফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনেও শিলা ইসলামের অবদান অপরিসীম। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।’

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রমজান আলী জামায়াতের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।

কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ শোকবাণীতে বলেন, ‘আমাদের প্রিয় নেতা সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে আমরা শোকাহত। শিলা ভাবি নিজের যোগ্যতা দিয়ে কিশোরগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। তার এই অকাল প্রয়াণে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়ক এনায়েত করিম অমি বলেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমাদের উৎসাহ দিয়েছেন শিলা ইসলাম। কিশোরগঞ্জ নিয়ে তার অনেক স্বপ্ন ছিল এবং সে স্বপ্ন বাস্তবায়নে অনেক উন্নয়নকাণ্ড করার চেষ্টা করেছেন। সৈয়দ আশরাফের সততা, নিষ্ঠা ও রাজনৈতিক আদর্শকে সবসময় সমর্থন দিয়ে গেছেন। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন