টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা শুরু শুক্রবার

  16-11-2017 10:40PM

পিএনএস : টঙ্গীর ইজতেমা ময়দানে শুক্রবার পাঁচদিনের জোড় ইজতেমা শুরু হবে। বিশ্বইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন জানান, শুক্রবার বাদ ফজর ইজতেমা শুরু হবে। মঙ্গলবার দুপুরে মোনাজাতের মধ্যদিয়ে তা শেষ হবে।

প্রতিবছর বিশ্বইজতেমার শুরুর কমপক্ষে ৪০দিন আগে টঙ্গীতে জোড় ইজতেমা হয়।জোড় ইজতেমায় দেশ-বিদেশের প্রায় পাঁচ লাখ মুসল্লির জন্য আয়োজন রয়েছে।ইতিমধ্যে হাজার হাজার মুসল্লি জোড় ইজতেমায় অংশ নিতে টঙ্গীতে জড়ো হয়েছেন। বলে গিয়াস উদ্দিন জানান।

তিনি আরও জানান, জোড় ইজতেমায় আগতদের ঈমান-আমলসহ ইসলামের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও তালিম দেওয়া হয়। তালিম নিয়ে তারা ইজতেমার দাওয়াতি কাজে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। পরে বিশ্বইজতেমা শুরুর আগে আবার টঙ্গীর ইজতেমা ময়দানে যোগ দেন।

বিশ্ব ইজতেমার প্রস্তুতি সভা অনুষ্ঠিত দুই পর্বের বিশ্ব ইজতেমা আগামী ১২ জানুয়ারি শুরু হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের বিশ্বইজতেমার প্রথম পর্ব ১২-১৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৯-২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহম্মদ হুমায়ুন কবীর সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ মো. মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, গাজীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিন রেজা, গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম, বিশ্ব ইজতেমার মুরুব্বী মো. গিয়াস উদ্দিন, প্রকৌশলী মো. মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন বিশ্ব ইজতেমার পবিত্রতা সমুন্নত রেখে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের যথাসময়ে তাদের কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন তিনি।

পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক মো. মোমিনুল ইসলাম জানান, এবারের বিশ্বইজতেমা এলাকা পাঁচটি সেক্টরে ছয় স্তরে নিরাপত্তা দেওয়া হবে।

গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আসলাম হোসেন বলেন, বিশ্ব ইজতেমা এলাকায় জেলা প্রশাসন, র্যাব, পুলিশসহ বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় কন্ট্রোল স্থাপন, র্যাব ও পুলিশের জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করবে।

বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন বলেন, বিশ্ব ইজতেমায় ক্রমবর্ধমান মুসল্লীর জন্য ইজতেমা ময়দানের পরিসর আরও বাড়ানো দরকার। এর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহায়তা চেয়েছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন