‘নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারো কোনো কথা বলার সুযোগ নেই’

  22-11-2017 02:27PM


পিএনএস, সাভার: নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করার দরকার নির্বাচন কমিশন তাই করবে, এতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারো কোনো কথা বলার সুযোগ নেই।

বুধবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন কমিশননের আয়োজনে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রংপুর সিটি করপোরেশনে সেনাবাহিনী নামানোর কোনো সিদ্বান্ত হয় নাই। রংপুরে নির্বাচন সুষ্ঠু করতে অন্য আইনশৃঙ্খলা বাহিনীই যথেষ্ট। সেনাবাহিনী নামানোর কোনো পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই।

স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন