তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ বছর আজ

  24-11-2017 12:45PM


পিএনএস ডেস্ক: ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পাঁচ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালের ২৪ নভেম্বরের দু:সহ সেই স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় ওই ঘটনায় নিহত-আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের।

ক্ষতিগ্রস্তদের অনেকেই সঠিক চিকিৎসা ও পুনর্বাসন থেকে বঞ্চিত হয়েছেন- এমন দাবি শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর। তবে, বিজিএমইএ বলছে-সঠিক তথ্যের ভিত্তিতে বঞ্চিতদের সহায়তা দিতে এখনও প্রস্তুত তারা।

২০১২ সালের ২৪ নভেম্বর, সন্ধ্যার পরপরই জ্বলে ওঠে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন গার্মেন্টস। প্রথমে ঠিক বুঝে উঠতে না পারলেও ধোঁয়া আর আগুনের উত্তাপ দ্রুত ছড়িয়ে পড়লে প্রাণে বাঁচার চেষ্টা করেন আট তলা ভবনে কর্মরত কর্মীরা। কিন্তু ভবনের প্রধান ফটক তালাবন্ধ থাকায় সেদিন আগুনে পুড়ে প্রাণ হারান তাজরিনের ১১৩ জন শ্রমিক। আর বাকিরা প্রাণে বেঁচে গেলেও অনেকেই আহত হন। বেঁচে যাওয়া শ্রমিকদের চোখে এখনও জ্বলজ্বলে সেদিনের সেই ভয়াবহ স্মৃতি।

ক্ষতিগ্রস্তরা বলেন, প্রথমে আগুন লাগলে বুঝতে পারিনি আমরা। কাজ বন্ধ করে জিজ্ঞাসা করি সবাইকে, কি হয়েছে? এরপরেই দেখি পুরো ফ্লোর ধোঁয়ায় অন্ধকার। অনেকের লাশ পাওয়া যায়নি। লাশের চিহ্নও পাওয়া যায়নি এমন কি টাকা পয়সাও পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর আহতদের চিকিৎসাসহ ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তার ব্যবস্থা করা হয় সরকার, বিজিএমইএ ও অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তবে, সে সব পদক্ষেপে অস্বচ্ছতার অভিযোগ তুলে বঞ্চিতদের সহায়তা করার দাবি জানায় শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো।

তারা বলেন, আহত শ্রমিকরা এখনো সুচিকিৎসা পাচ্ছে না। যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। কলকারখানা পরিদর্শক যদি এই ভুল করে থাকে তারও শাস্তি হওয়া উচিত।

তাদের দাবির প্রেক্ষিতে বিজিএমইএ জানায়, ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও সত্যিকারের বঞ্চিতদের সহায়তা করতে তাদের আন্তরিকতার অভাব নাই।

বিজিএমইএ সভাপতি বলেন, আমরা বিভিন্ন সময় বলেছি যদি এই দুর্ঘটনায় কোন শ্রমিক চিকিৎসা ঠিকমত না পেয়ে থাকেন বা পাওয়া না পেয়ে থাকেন তাহলে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পায়নি।

সেদিনের অগ্নিকাণ্ডে বেশি মাত্রায় পুড়ে যাওয়ায় ৫৩ জনের লাশ আজও সনাক্ত করা যায়নি। যাদের ঠাঁই হয়েছে রাজধানীর জুরাইন কবরস্থানে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন