ফিরে দেখা ’৭১ - রনাঙ্গনের দিন গুলি (১)

  30-11-2014 06:41PM

পিএনএস ( কামাল পাশা দোজা ) : আমাদের স্বাধীনতা কারো দয়ার দান নহে। এক সাগর রক্তের বিনিময়ে জাতি স্বাধীনতার রক্তিম সূর্যকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে।

আমাদের স্বাধীনতার বীজ অংকুরিত হয়েছিল ৫২-এর মহান ভাষা আন্দোলনের মাধ্যমে। এরপর ৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন,৬২ এর শিক্ষা কমিশন আন্দোলন, ৬৬ সালের ৬ দফা আন্দোলন,৬৮ সালের ৬ দফা-১১ দফা আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান,সত্তরের নির্বাচন,সর্বোপরি ৭১ সালের মহান মুক্তিযুদ্ব। পৃথিবীর ইতিহাসে আমরাই একমাত্র জাতি,যে শুধুমাত্র ভাষার জন্যই এতো ত্যাগ এবং আত্তাহুতি দিতে হয়েছে। ৭০ সালের নির্বাচনে বাঙ্গালীরা একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পরও পাকিস্তানী শাসকরা বাঙ্গালীদের নিকট শাসন ক্ষমতা হস্তান্তর করেনি। সামরিক শাসক ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করতে থাকেন।

পার্লামেন্টের অধিবেশন বাতিল ঘোষনা করেন। তারপর কৌশলে তৎকালীন পূর্ব পাকিস্তানে সেনা মোতায়েন করতে থাকেন। এক পর্যায়ে জল্লাদ ইয়াহিয়া পূর্ব পাকিস্তানে গনহত্যার নির্দেশ দিয়ে দেশত্যাগ করেন। ২৫শে মার্চ কালো রাতে পাকিস্তানী সেনা বাহিনী হায়েনার মতো নিরীহ-নিরস্ত্র বাঙ্গালীর উপর ঝাপিয়ে পড়ে ইতিহাসের নৃশংতম হত্যাযজ্ঞ চালায়। ২৬শে মার্চ থেকে বাঙ্গালীরা প্রতিরোধ যুদ্ধে নেমে পড়ে। ইতিমধ্যেই ইথারে স্বাধীনতার ঘোষনা ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে।






এক কোটি মানুষ প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেয়। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। বীর বাঙ্গালী অস্ত্র হাতে হানাদার পাকিস্তানী সেনা বাহিনীর বিরুদ্বে মরন পণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে।

লেখক-বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট


পিএনএস/দোজা/শাহাদাৎ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন